বাংলাদেশ বার কাউন্সিল

মৌখিক পরীক্ষা চলাকালে রেজিস্ট্রেশন কার্ড দেবে না বার কাউন্সিল

আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা আগামী ১ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত হবে। এজন্য ভাইভা পরীক্ষা চলাকালীন সময়ে বার কাউন্সিলের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে সোমবার (২৯ অক্টোবর) প্রকাশিত বার কাউন্সিল সচিব মোঃ রফিকুল ইসলামের আদেশক্রমে সংস্থার সহকারী রেজিস্ট্রার সারমিন সুলতানা রাব্বী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একইসঙ্গে গত ২৪ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পরবর্তী এনরোলমেন্ট এম.সি.কিউ পরীক্ষার জন্য ইতোমধ্যে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন এবং নির্ধারিত পিউপিলেজ (শিক্ষানবিশ) সময়সীমা অতিক্রান্ত হয়েছে তারা আগামী ২০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এনরোলোমেন্ট পরীক্ষার ফরম জমা দিতে পারবেন।

এছাড়া, যারা এখনো রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারেননি অথচ পিউপিলেজ সময়সীমা (৬ মাস) অতিবাহিত হয়েছে তারা পর্যাক্রমে রেজিস্ট্রেশন কার্ড প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে ফরম ফিলাপ করতে পারবেন।