মানবতাবিরোধী অপরাধের বিচার

যুদ্ধাপরাধ : পিরোজপুরের ৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী আপরাধের অভিযোগে পিরোজপুরের আব্দুল মান্নান ওরফে মান্নানসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আজ মঙ্গলবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আগামী সোমবার এ প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয়ার কথা রয়েছে। তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে ৪টি অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে ২৪ জনকে হত্যা এবং একজনকে ধর্ষণের অভিযোগ রয়েছে।

২০১৬ সালের ১২ এপ্রিল এসব অভিযোগের তদন্ত শুরু হয়ে গতকাল সোমবার (৫ নভেম্বর) প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।