ছবি - প্রতীকী

কিশোরগঞ্জে স্ত্রী ও মাকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজের স্ত্রী ও মাকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ জি এম আল মাসুদ এ আদেশ দেন।

মামলার একমাত্র আসামি মো. ছাবেদ আলীর উপস্থিতিতে আদালতে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী যজ্ঞেশ্বর রায় চৌধুরী জানান, আদালতের এ রায়ে হত্যাকাণ্ডে সঠিক বিচার হয়েছে। পরিবারের লোকজন এতে সন্তোষ প্রকাশ করেছেন।

জানা গেছে, ২০০৩ সনের ২৭ জুন রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মনোয়ারাকে গলাকেটে হত্যা করে ছাবেদ আলী। এ সময় তার মা জোহরা খাতুন তার পুত্রবধূকে বাঁচাতে গেলে তার মাকেও ছুরিকাঘাত করে হত্যা করে সে। এ জোড়া খুনের ঘটনায় ছাবেদের ছোটভাই আসাদ মিয়া বাদী হয়ে ঘটনার পরের দিন পাকুন্দিয়া থানায় একটা হত্যা মামলা দায়ের করেন। পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান ওই বছরের ২২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।