নির্বাচনে থাকার প্রতিশ্রুতি চান বিএনপিপন্থি আইনজীবীরা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ ভোট পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার জন্য কেন্দ্রের নির্দেশনা চেয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। একই সঙ্গে আসছে নির্বাচনে বিভিন্ন আসনে আইনজীবীদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিতেও বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

আজ শনিবার (১৭ নভেম্বর) দুপুরে আইনজীবী মহাসমাবেশে বিভিন্ন জেলা থেকে আগত বিএনপিপন্থি আইনজীবীরা এসব দাবি জানান।

বগুড়া আইনজীবী সমিতির (বারের) সভাপতি মোখলেসুর রহমান বলেন, আজ এখানে কেন্দ্রীয় নেতারা আছেন। আমরা আপনাদের কাছ থেকে নির্দেশনা নিয়ে যেতে চাই শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার।

তিনি বলেন, ‘অনেক ষড়যন্ত্র-নির্যাতন হবে, তবুও নির্বাচনের মাঠ ছেড়ে দেব না। আমাদের শেষ পর্যন্ত প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে আমাদের বিজয় কেউ কেড়ে নিতে পারে।’

সমাবেশে অংশ নেওয়া চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নিজাম উদ্দিন চৌধুরীও একই কথা বলেন। পাশাপাশি আগামী নির্বাচনে অংশ নিতে তিনি মনোনয়ন প্রত্যাশী বলেও জানান।

আইনমন্ত্রী আনিসুল হকের নির্বাচনী এলাকা থেকে সমাবেশে অংশ নেওয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, আমাকে মনোনয়ন দিলে বর্তমান আইনমন্ত্রীকে ধরাশায়ী করবো, ইনশাল্লাহ।

জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আয়োজনে সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে হওয়া মহাসমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

আর প্রধান বক্তা হিসেবে রয়েছেন বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশানের সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের পরিচালনায় মহাসমাবেশে উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া প্রমুখ।

এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিএনপিপন্থি আইনজীবীরাও বক্তব্য দিচ্ছেন সমাবেশে।