বিচারক (প্রতীকী ছবি)
বিচারক (প্রতীকী ছবি)

পদোন্নতি পাচ্ছেন ১২৫ সহকারী জজ

১২৫ জন সহকারী জজ পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তাকে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় বৃহস্পতিবার (২২ নভেম্বর) এ সিদ্ধান্ত গৃহীত হয়।

একইসঙ্গে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও যুগ্ম জেলা জজ পদে পদোন্নতির শর্ত শিথিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি পাঁচজন বিচারবিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে চলমান বিভাগীয় মামলা নিস্পত্তির সিদ্ধান্ত হয়েছে।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মো. সাইফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকেল সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, মূলত ফুলকোর্ট সভায় বিচার বিভাগীয় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। বিচার বিভাগের কর্মকর্তাদের পদোন্নতি, বদলিসহ প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে তা নিয়েও ফুলকোর্ট সভায় আলোচনা হয়ে থাকে।