হাইকোর্ট

ডা. শাহলার শিশু হাসপাতালের ব্যবস্থাপনা বোর্ডের সভাপতি পদ নিয়ে রুল

কোন কর্তৃত্ব বলে ঢাকা শিশু হাসপাতালের ব্যবস্থাপনা বোর্ডের সভাপতির পদে বহাল আছেন অধ্যাপক ডা. শাহলা খাতুন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার (২৬ নভেম্বর) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট সাত জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনকারী ওবায়দুর রহমানের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট রিপন বাড়ৈ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল আলর মামুন বাশার।

এর আগে ২০১৬ সালের ১৬ অক্টোবর ঢাকা শিশু হাসপাতালের ব্যবস্থাপনা বোর্ড পুনর্গঠন করে অধ্যাপক ডা. শাহলা খাতুনকে সভাপতি করা হয়। পরে ঢাকা শিশু হাসপাতালের ২০০৮ সালের অধ্যাদেশের মাধ্যমে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

কিন্তু ২০০৯ সালে জাতীয় সংসদে ঢাকা শিশু হাসপাতালের ২০০৮ সালের ওই অধ্যাদেশ বাতিল করা হয়। তা সত্ত্বেও স্বাস্থ্য মন্ত্রণালয় ঢাকা শিশু হাসপাতালের ব্যবস্থাপনা বোর্ড গঠনসহ প্রজ্ঞাপন জারি করা সম্পূর্ণ বেআইনি ও কর্তৃত্বহীন বলে দাবি করেন রিটকারীর আইনজীবী মনজিল মোরসেদ।