মন্ত্রিপরিষদ বৈঠক

মন্ত্রিসভার শেষ বৈঠক ৩ ডিসেম্বর

আগামী ৩ ডিসেম্বর এই সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক অনুষ্ঠিত হবে। আজ সোমবার (২৬ নভেম্বর) মন্ত্রিপরিষদ বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা জানিয়েছেন বলে মন্ত্রিসভায় উপস্থিত একধিক সিনিয়র মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।

অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘এবারের নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক। মানুষ যেন শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা থাকবে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘তরুণ ভোটার মানে যুবসমাজকে আকৃষ্ট করে, এমন বিষয় আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে রাখতে হবে। এ বিষয়গুলোকে মাথায় রেখে যারা মনোনয়ন পেয়েছেন তারা মাঠে যান এবং কাজ করেন। আপনারা জনগণেকে আকৃষ্ট করার চেষ্টা করেন।’

এদিকে পদত্যাগ করা চার টেকনোক্র্যাট মন্ত্রীর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, ‘পদত্যাগ করা চার টেকনোক্র্যাট মন্ত্রীর বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। যদিও বিষয়টি আমার এখতিয়ারভুক্ত নয়। তারা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, এখন থেকে প্রতিবছর ১২ ডিসেম্বর ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’- এর পরিবর্তে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ উদযাপন করা হবে। মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একইসঙ্গে আজকের (সোমবার) বৈঠকে কোম্পানি (সংশোধন) আইন-২০১৮ এর খসড়ার নীতিগত অনুমোদন এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) আইন-২০১৮ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাট্রিবিউন