ধর্মীয় বিষয়ে স্পর্শকাতর মন্তব্য: শেরপুরের জেলা জজকে প্রত্যাহার
বিচারক (প্রতীকী ছবি)

নির্বাচনী দায়িত্ব পালনে ৬৪০ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণ, নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধের বিচারের জন্য সারাদেশে ৬৪০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়য়ের ওয়েবসাইটে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব (আইন-১) মোঃ আবু ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন অনুসারে, আগামী ২৯ ডিসেম্বর থেকে (নির্বাচনের আগের দিন) ১ জানুয়ারি পর্যন্ত (নির্বাচনের পরদিন পর্যন্ত) এসব ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

প্রসঙ্গত, চলতি বছরের ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে জাতীয় ঐক্যফ্রন্টের দাবির পরিপ্রেক্ষিতে চার দিনের মাথায় ১২ নভেম্বর পুনঃতফসিল ঘোষণা করা হয়। পুনঃতফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোট। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর।