‘রাষ্ট্র বনাম জাকারিয়া পিন্টু ও অন্যান্য’ মামলা: আগাম জামিনে আত্মসমর্পণ প্রসঙ্গ
উচ্চ আদালত

জামায়াত নেতার মনোনয়ন জমা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই-বাছাইয়ের নির্দেশ

রংপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জামায়াতের রংপুর জেলার নেতা গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

আজ বুধবার (৫ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন।

আদালতে গোলাম রব্বানীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ইমরান এ সিদ্দিকী ও শিশির মনির। অন্যদিকে রিটার্নিং অফিসারের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদেশের পরে শিশির মনির সাংবাদিকদের জানান, গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আইন অনুসারে যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

এর আগে গত ৩ ডিসেম্বর গোলাম রব্বানীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়ে রুল জারি করেছেন।

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে রংপুরের রিটার্নিং অফিসার আপিল বিভাগে আবেদন করেন।

এর আগে ৩ ডিসেম্বর গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, গত ২৮ নভেম্বর দুপুর ২টা ৫০ মিনিটে আইনজীবী বায়জিদ ওসমানি প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আমার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং কর্মকর্তার নির্ধারিত কার্যালয়ে যান। দীর্ঘ সময় অপেক্ষায় থাকার পরও তাকে রিটার্নিং কর্মকর্তার কক্ষে ঢুকতে দেওয়া হয়নি।

এমনকী বিভিন্ন বিষয় নিয়ে তাকে হয়রানি করা হয়। শেষ পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণে অপারগতা জানান রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণ না করায় এর প্রতিকার চেয়ে গত শনিবার নির্বাচন কমিশনে আবেদন করি। নির্বাচন কমিশন থেকে কোনো প্রতিকার না পেয়ে রোববার হাইকোর্টে রিট দায়ের করি।