হাইকোর্টে আরও ৩ জনের প্রার্থিতা স্থগিত, একজনের বাতিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের ৩ জনের প্রার্থীতা স্থগিত ও একজনের প্রার্থিতা বাতিলের আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

তারা হলেন- জামালপুর-৪ আসনের শামীম তালুকদার, জয়পুরহাট-১ আসনের ফজলুর রহমান এবং ঝিনাইদহ-২ আসনের অ্যাডভোকেট আব্দুল মজিদ।

এছাড়া মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী এস এ জিন্নাহ কবীরের প্রার্থিতা বাতিল করেছেন হাইকোর্ট। তার পরিবর্তে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল হামিদ ডাবলুকে ধানের শীষ প্রতীক দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা চেয়ারম্যান পদে থেকে নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশন তাদের প্রার্থিতা বৈধ করে যে আদেশ দিয়েছিলেন তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে ইসির দেয়া আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। ফলে এই ৪ প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।