নির্বাচনী মিছিলেই মৃত্যুর কোলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজীবুর

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. নজীবুর রহমান (৬০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ল্যাবএউড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, ঢাকা-১০ (ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউমার্কেট) আসনে আওয়ামী লীগ তথা মহাজোট প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নৌকা প্রতীকের মিছিল করছিলেন। মিছিলটি ধানমন্ডির রাইফেল স্কয়ারে আসার পর তিনি ঢলে পড়েন। এ সময় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

সুপ্রিম কোর্টের একটি সূত্র জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের পর হাজারীবাগ তিন মাজার মসজিদে তার প্রথম জানাজা এবং আসরের নামাজের পর মরহুমের দ্বিতীয় জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।