আইনজীবী সানাউল্লাহ মিয়া

গুরুতর অসুস্থ আইনজীবী সানাউল্লাহ মিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া গুরুতর অসুস্থ। গত ৩ জানুয়ারি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় (স্ট্রোক) আক্রান্ত হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

সানাউল্লাহ মিয়া বর্তমানে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকরা তাঁকে বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন।

সানাউল্লাহ মিয়ার সহকারী আইনজীবী মোহাম্মদ কামরুজ্জামান সুমন গণমাধ্যমকে বলেন, ‘স্যার গত ৩ জানুয়ারি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা নেন। সেখানে তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে রাজধানীর আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।’

কামরুজ্জামান সুমন আরো বলেন, ‘স্ট্রোকে আক্রান্ত হওয়ায় স্যারের ডান হাত ও পা প্যারালাইজড হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এখন তাঁকে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। এ ছাড়া কথা বলতেও তাঁর কিছুটা সমস্যা হচ্ছে।’

বিএনপির এই আইনবিষয়ক সম্পাদক দলটির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষস্থানীয় নেতাকর্মীদের মামলা পরিচালনা করেন। ৩৩ বছর ধরে আইনপেশায় যুক্ত আছেন সানাউল্লাহ মিয়া।