নতুন আইনজীবী হলেন ৫৩২৯ জন
বার এক্সাম (প্রতীকী ছবি)

রেজিস্ট্রেশন কার্ড বিষয়ক বার কাউন্সিলের বিশেষ বিজ্ঞপ্তি

আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ বার কাউন্সিলের রেজিস্ট্রেশন কার্ড পেতে ‘পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম’ (ইন্টিমেশন ফরম) এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে।

সারাদেশের আইনজীবীদের নিবন্ধন ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে সংস্থার সচিব মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী বার কাউন্সিলের রেজিস্ট্রেশন কার্ড পেতে ‘পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম’ (ইন্টিমেশন ফরম) এর সাথে নিম্ন লিখিত কাগজপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে –

  • আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সকল প্রকার সার্টিফিকেটের সত্যায়িত কপি
  • আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সকল প্রকার মার্কসীটের সত্যায়িত কপি
  • আবেদনকারীর সাম্প্রতিককালের ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • এফিডেফিট (২০০/- টাকা মূল্যমানের ননজুডিশিয়াল স্ট্যাম্পে ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট/নোটারী পাবলিক কর্তৃক সত্যায়িত)
  • উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইক্যুইভ্যালেন্স সার্টিফিকেট (বিদেশী ডিগ্রীর ক্ষেত্রে/প্রযোজ্য ক্ষেত্রে)
  • সার্টিফিকেট, মার্কসীট, ছবিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে সিনিয়র আইনজীবী/সংশ্লিষ্ট বারের সাধারণ সম্পাদক/নোটারী পাবলিক/১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
  • প্রয়োজনীয় ফি

উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোন আবেদন বা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না। একইসঙ্গে যদি কোন আবেদনকারী অসত্য/জাল/অসঙ্গতিপূর্ণ তথ্য প্রদান করে ফরম দাখিল করলে তবে তা নিরীক্ষা করে বাতিল করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।