গ্রেপ্তার ষাটোর্ধ্ব নারী আজিবুন নেছা (মাঝে)

মামলার ২১ বছর পর আসামি গ্রেপ্তার

ষাটোর্ধ্ব নারী আজিবুন নেছা। সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের সাধু গ্রামের তোরাব আলীর স্ত্রী তিনি। ২১ বছর আগে ঘর পোড়ানোর মামলায় ২০০৫ সালে তাকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। তবে ঘটনার পর থেকেই পলাতক থাকায় পুলিশ তাকে ধরতে পারেনি। সেই প্রতীক্ষার অবসান ঘটেছে গত বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে বিশ্বনাথ থানার পুলিশ বৃদ্ধাকে গ্রেপ্তার করে।

বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) জবা রানী দেব জানান, সাধু গ্রামে ১৯৯৯ সালে ঘর পোড়ানো মামলায় আজিবুন নেছা অভিযুক্ত হন। শুনানি শেষে ২০০৫ সালে আদালত তাকে দুই বছরের সাজা দেন। দীর্ঘদিন পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা জানান, ২১ বছর ধরে এই আসামির কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। অবশেষে সিলেট থেকে তাকে গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।