সার্ভেয়ার মো. শাহাব উদ্দিন

ঘুষের টাকাসহ ভূমি অফিসের সার্ভেয়ার গ্রেপ্তার

কিশোরগঞ্জের সহকারি কমিশানার (ভূমি) অফিসে কর্মরত সার্ভেয়ার মো. শাহাব উদ্দিনকে ঘুষের টাকাসহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।

আজ বুধবার (২৩ জানুয়ারি) দুদকের ময়মনসিংহ সমম্বিত অঞ্চলের পরিচালক মো. কামরুল আহসানের নেতৃত্বে একটি দল সহকারি কমিশনার (ভূমি) অফিসে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভূমি অফিসের কর্মরত সার্ভেয়ার মো. শাহাব উদ্দিনকে ঘুষের নগদ ১০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাব উদ্দিন ঘুষ নেওয়ার কথা স্বীকার করেছেন। পরে তাকে দুপুর ১২টায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, কিশোরগঞ্জ শহরের স্টেশন সড়কের বাসিন্দা প্রবাসী আবুল হেকিমের ভূমি সংক্রান্ত একটি মামলার বিষয়ে সহকারি কমিশানার ভূমি অফিসের সার্ভেয়ারসহ কয়েকজন ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। খবর পেয়ে দুদক অভিয়ান চালায় এবং হাতে-নাতে টাকাসহ সার্ভেয়ারকে গ্রেফতার করে।

ঘুষ নেওয়ার অভিযোগে কিশোরগঞ্জ থানায় মামলা দায়েরের পর শাহাব উদ্দিনকে পুলিশের কাছে হস্তান্তরের মাধ্যমে বিচারিক হাকিম আদালতে পাঠানো হবে বলে দুদক কর্মকর্তারা জানান।