জেলা আইনজীবী সমিতির নির্বাচন

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ

আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। মোট ভোটার হচ্ছেন ৩০০।

এ নির্বাচনে বরাবরের মতো এবারো আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। সমিতির ১৫টি পদের জন্যে দুই প্যানেলের ৩০ জন প্রার্থী ভোটযুদ্ধে আছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্বে রয়েছেন সমিতির বর্তমান সভাপতি এড. আবদুল লতিফ শেখ আর রিটার্নিং অফিসার হচ্ছেন বর্তমান সাধারণ সম্পাদক এড. আব্দুল্লাহ আল মামুন।

জেলা আইনজীবী সমিতির এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্যানেল দুটি হচ্ছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (আওয়ামী লীগ) মনোনীত আলহাজ্ব শেখ মোঃ জহিরুল ইসলাম-মোঃ শাহাদাত হোসেন-মোঃ সানাউল্লাহ পরিষদ এবং জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট (বিএনপি) মনোনীত আলহাজ্ব ইব্রাহীম খলিল-এমরান হোসেন-মাসুদ প্রধানীয়া পরিষদ।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (আলহাজ্ব শেখ মোঃ জহিরুল ইসলাম-মোঃ শাহাদাত হোসেন-এবিএম সানাউল্লাহ পরিষদ) পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে এড. শেখ জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি পদে এড. আলহাজ্ব মোঃ নওশেদ আহমেদ, জুনিয়র সহ-সভাপতি পদে এড. মোঃ মোরশেদ আলম তালুকদার বাবুল, সাধারণ সম্পাদক পদে এড. শাহাদাত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এড. এবিএম সানাউল্যা, সম্পাদক ফরমস পদে এড. মোহাম্মদ নূরুল আমিন খান, সম্পাদক লাইব্রেরী পদে এড. মোহাম্মদ ফারুক খান, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে এড. মোঃ খোরশেদ আলম শাওন, জেনারেল অডিটর পদে এড. মোঃ জসিম উদ্দিন প্রধানীয়া, রানিং অডিটর পদে এড. মোঃ শাহজাহান আখন্দ, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে এড. সাইফুল ইসলাম শাহিন, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে এড. মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী এবং সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে এড. বিশ্বজিৎ কর রানা, এড. মোঃ আল আমিন হোসেন ও এড. মোঃ কামরুল ইসলাম।

জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট মনোনীত (আলহাজ্ব ইব্রাহীম খলিল-এমরান হোসেন-মাসুদ প্রধানীয়া) পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে এড. মোঃ ইব্রাহিম খলিল, সিনিয়র সহ-সভাপতি পদে এড. মোঃ সহিদুল হক খান, জুনিয়র সহ-সভাপতি পদে এড. মোঃ কামাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক পদে এড. মোঃ এমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. মাসুদ প্রধানীয়া, সম্পাদক ফরমস্ পদে এড. মোহাম্মদ জসিম উদ্দিন সরকার, সম্পাদক লাইব্রেরী পদে এড. কামাল হোসেন, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে এড. মোঃ জাকির হোসেন পাটোয়ারী, জেনারেল অডিটর পদে এড. মোহাম্মদ আতিকুর রহমান হাওলাদার, রানিং অডিটর পদে এড. মোঃ কামাল হোসেন পাটোয়ারী, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে এড. মোঃ মাহাবুবুল আলম, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে এড. মোঃ আবুল হাসনাত বেপারী এবং সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে এড. আবদুল কাদের খান, এড. মোঃ মোজাহেদুল ইসলাম ও এড. মিসেস ফারজানা আক্তার।