তালাক দিতে চাইলে পড়তে হবে বিয়ের পোশাক!

আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে অনেক অদ্ভুত আইন রয়েছে। এদের মধ্যে আফ্রিকার দক্ষিণ-পূর্ব দিকের দেশ ঘানায় রয়েছে বিবাহবিচ্ছের এক অদ্ভুত আইন। এদেশে তালাক দেওয়া যায় তবে তার জন্য একটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে।

ঘানাবাসীকে বিবাহবিচ্ছেদ করার অনুমতি দেয়া হয় কিন্তু শর্ত হচ্ছে বিচ্ছেদ চাওয়া দম্পতিকে সেদিন আদালতে বিয়ের পোশাক পরিধান করে যেতে হবে। এরপর যেতে হবে তথাকথিত “ডিভোর্স রুম” এ। শর্তটি হাস্যকর মনে হলেও বিবাহবিচ্ছেদের অনুমতি পেতে ঘানাবাসীকে এই শর্ত অবশ্যই পালন করতে হয়।

আফ্রিকা মহাদেশের ঘানার প্রতিবেশী রাষ্ট্র টোগোতে আবার বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে আছে অদ্ভুত আরেকটি শর্ত। টোগোতে কেউ বিবাহবিচ্ছেদ করতে চাইলে প্রথমে শাশুড়ির কাছে যেতে হবে। তাঁর কাছে বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করে অনুমতি পেলেই কেবল তালাক দেওয়া যাবে। অন্যথায় ডিভোর্স দেওয়া যাবে না। আর এ কারণেই টোগোতে বিবাহবিচ্ছেদের হার শূন্য।