ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

দুদককে আরও দৃঢ়তার সঙ্গে দুর্নীতি দমন করতে হবে: আইনমন্ত্রী

দুর্নীতি দমন সংক্রান্ত যে আইন আছে, বিধিমালা আছে সেগুলো দুর্নীতি দূর করার জন্য যথেষ্ট উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও দৃঢ়তার সঙ্গে দুর্নীতি দমন করতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকালে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন ‘প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা করেছেন। দুর্নীতি দমন সংক্রান্ত যে আইন আছে, বিধিমালা আছে সেগুলো দুর্নীতি দূর করার জন্য যথেষ্ট। এখন দুর্নীতি দমন কমিশনকে আরও দৃঢ়তার সঙ্গে দুর্নীতি দমন করতে হবে। সরকার দুর্নীতি দূর করার জন্য যে কোনও পদক্ষেপকে সম্পূর্ণ সহযোগিতা করবে।’

এসময় তার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।