ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া

বাংলা ভাষায় রায় লেখার আহ্বান ডেপুটি স্পিকারের

উচ্চ আদালতের রায় বাংলায় লিখে ভাষাশহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। পাশাপাশি আদালতের দাপ্তরিক সব কাজে বাংলা ভাষা ব্যবহারের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল সোমবার (১১ ফেব্রুয়ারি) ডেপুটি স্পিকার এসব কথা বলেন।

অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের সংবিধানে সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলনের বাধ্যবাধকতা রয়েছে। তাই সম্মানিত বিচারকগণ, যারা এখনো ইংরেজি ভাষায় বিচারের রায় লিখছেন, তাদের উচিত বাংলা ভাষায় বিচারের রায় লেখা এবং আদালতের সমস্ত দাপ্তরিক কাজ বাংলা ভাষায় লিপিবদ্ধ করার উদ্যোগ গ্রহণ করা।

বিগত নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের সাংসদদের সংসদে এসে জনগণের কথা বলার আহ্বানও জানান ডেপুটি স্পিকার।