‘প্রো-বোনো’ সেমিনার ও সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং অনুষ্ঠান কাল

‘প্রো-বোনো’ সেমিনার ও সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং অনুষ্ঠান আগামীকাল সোমবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।

প্রো বোনো ল’ইয়ার্স অব অ্যান্ড এক্টিভিটস বাংলাদেশ ও হিউম্যান রাইটস ল’ইয়ার অ্যান্ড সিকিউরিং এনভায়রনমেন্ট অব বাংলাদেশ এর যৌথ আয়োজনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে বিকেল চারটায় এ সেমিনার অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও প্রো বোনো ল’ইয়ার্স অব অ্যান্ড এক্টিভিটস বাংলাদেশ এর চেয়ারম্যান ড. বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিতি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ল’ টাইমস এর সম্পাদক ব্যারিস্টার ফজলে নূর তাপস (এমপি), বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট নাজিবুল্লাহ হিরু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন প্রফেসর ড. মহম্মদ রহমত উল্লাহ উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, ‘প্রো-বোনো’ শব্দটি ল্যাটিন শব্দ ‘প্রো-বোনো পাবলিকো’ থেকে এসেছে। সমাজের দরিদ্র এবং অসহায় বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সেবা দেওয়া বোঝাতে শব্দটি পারিভাষিক অর্থে ব্যবহৃত হয়।