প্রধান বিচারপতির নেতৃত্বে শহীদ মিনারে ফুল দেবেন সুপ্রিম কোর্টের বিচারকেরা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতির আদেশক্রমে রেজিস্ট্রার জেনারেল মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল নয়টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (হাইকোর্ট ও আপিল বিভাগ) বিচারপতিরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। এজন্য একুশে ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটায় ঘটিকায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে প্রধান বিচারপতি ও উভয় বিভাগের বিচারপতিরা শহীদ মিনার অভিমুখে রওনা হবেন।

উক্ত অনুষ্ঠানে যোগদানের জন্য বিচারপতিদের একুশে ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে সবিনয়ে অনুরোধ জানানো হয়েছে।