সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আবুল বাশার (ফাইল ছবি)

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবুল বাশার আর নেই

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আবুল বাশার ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁর রাজধানীর বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।

আজ বুধবার (২৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করীম জানাজা শেষে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জানাজা শেষে তার কর্মস্থলে মরদেহ রাখা হয়। এ সময় মরহুমের সহকর্মী আইনজীবী ও শুভাকাঙ্ক্ষী তাঁকে শেষ বিদায় জানান।

আগামীকাল বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জন্মস্থান চট্টগ্রামের পটিয়া থানার বড়লিয়া গ্রামে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

মরহুম আবুল বাশার ১৯৬৭ সালে আইন পেশায় যুক্ত হন। পেশাগত শেষ দিন পর্যন্ত তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।