ঢাকা আইনজীবী সমিতি
ঢাকা আইনজীবী সমিতি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট পড়েছে ৯ হাজার; গণনা শুক্রবার

ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচন কমিশনার মোখলেসুর রহমান বাদল জানান, আগামীকাল শুক্রবার (৮ মার্চ) বিকাল ৩টা থেকে ভোট গণনা শুরু হবে। এরপর ফল ঘোষণা করা হবে।

২০১৯-২০ মেয়াদের কমিটির জন্য দুই দিনব্যাপী ভোটগ্রহণ করা হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) ৪ হাজার ৭২২ জন ও তার আগে ২৭ ফেব্রুয়ারি প্রথম দিন ৪ হাজার ৬৪২ জন ভোট দেন।

২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন থাকায় ওই দিনের ভোট বৃহস্পতিবার (৭ মার্চ) নেওয়া হয়।

এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে ‘সাদা প্যানেল’ এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ব্যানারে ‘নীল প্যানেল’ প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট ২৭টি পদের বিপরীতে ৫৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে ঢাকা আইনজীবী সমিতির ২০১৮-১৯ কার্যবর্ষের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সাধারণ সম্পাদকসহ ১৪টি পদেই জয়ী হয়। অপরদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেল সভাপতি পদসহ ১৩ পদে জয়ী হয়।