সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা

দুর্নীতির মামলায় খালাস পেলেন সাংসদ হাবিবুর রহমান

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লা খালাস পেয়েছেন।

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক জয়নাল আবেদিন এই রায় দেন।

রায়ে বলা হয়, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি হাবিবুর রহমান মোল্লাকে খালাস দেওয়া হয়।

রায় ঘোষণার সময় আসামি হাবিবুর রহমাম মোল্লা আদালতে হাজির ছিলেন না। অসুস্থতার কারণ দেখিয়ে আসামি আদালতে সময়ের আবেদন করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২ কোটি ৩২ লাখ ৫৪৮ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক ২০০৭ সালের ৩ অক্টোবর দুদকের সৈয়দ আহমেদ বাদী হয়ে হাবিবুর রহমান মোল্লার বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০০৮ সালের ২০ এপ্রিল হাবিবুর রহমান মোল্লার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ (২) ও ২৭ (১) ধারায় অভিযোগপত্র দেওয়া হয়।

অভিযোগপত্রে বলা হয়, দুদকে জমা দেয়া সম্পদ বিবরণীর মধ্যে আসামির বিরুদ্ধে ১ কোটি ৩৮ লাখ এক হাজার ৮০০ টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

আদালত সূত্র বলছে, এ মামলার ২৫ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য নেওয়া হয়। দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন গোলাম হায়দার। প্রথম আলোকে তিনি বলেন, খালাসের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে।