জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইনজীবীদের শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।

রাষ্ট্রের প্রধান কর্মকর্তা অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনের নেতৃত্বে রোববার (১৭ মার্চ) সকালে সংগঠনটি ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।

স্বাধীন বাংলাদেশের স্থপতি ও বাঙালি জাতির অবিসংবাদিত এ নেতার জন্মদিনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল কার্যালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ঢাকা আইনজীবী সমিতির সহস্রাধিক আইনজীবীসহ লাখো বাঙালি ধানমন্ডি-৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

কর্মসূচিতে আইনজীবীদের মধ্যে নেতৃত্ব দেন- বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, সদস্য সচিব ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন, সাবেক সভাপতি ও সংবিধান প্রণেতা কমিটির সদস্য ব্যারিস্টার এম আমির-উল ইসলাম, সাবেক সম্পাদক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. মোখলেছুর রহমান বাদল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক প্রমুখ।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতি হারিয়েছে তার গর্ব, আবহমান বাংলা ও বাঙালির আরাধ্য পুরুষ, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কিছু বিপথগামী সেনাসদস্য দেশি ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল ওইদিন।