কারা অধিদফতরে নিয়োগ, পদ সংখ্যা ৩৬৯
চাকরি

লিগ্যাল সাপোর্ট অফিসার পদে নিয়োগ

পদের নাম : লিগ্যাল সাপোর্ট অফিসার

প্রতিষ্ঠানের নাম : Shushilan

খালি পদ : ০১

চাকরির দায়িত্বসমূহ

  • আদালত চত্বরে অবস্থিত নারী সহায়তা কেন্দ্রে অবস্থান করে হেল্প ডেস্ক এর সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করা
  • নারী সহায়তা কেন্দ্রে আগত জে-ার ভিত্তিক সহিংসতার শিকার ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের বিভিন্ন বিষয়ে আইনী পরামর্শ প্রদানে জেলা লিগ্যাল এইড কর্মকর্তাকে সহায়তা প্রদান করা।
  • জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার ক্ষতি গ্রস্থ ব্যক্তিদের অভিযোগ গ্রহন, রেজিষ্টারে লিপিবদ্ধ করা, জেলা লিগ্যাল এইড কর্মকর্তার সাথে শেয়ার করা এবং সংরক্ষন করা এবং প্রয়োজনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের জি.ডি এবং এফ.আই.আর ও মামলা দায়েরে সহযোগীতা করা।
  • মামলার অগ্রগতি জানার জন্য প্যানেল আইনজীবীর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং মামলার অগ্রগতি সম্পকে প্রার্থীকে অফিসারকে নিয়মিত হালনাগাদ তথ্য প্রদান করা।
  • জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার ক্ষতি গ্রস্থ ব্যক্তির সাথে যোগাযোগ রক্ষা করে দায়েরকৃত মামলার অগ্রগতি, পরবর্তী হাজিরার তারিখ ইত্যাদি সম্পর্কে অবহিত করা, প্রয়োজনে যাতায়াতের খরচের জন্য ব্যবস্থা গ্রহন করা।
  • আদালত থেকে মামলার প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহে ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে সহযোগীতা করা।
  • আসামী গ্রেপ্তার, চার্জশীট প্রদান ফাইনাল রির্পোট প্রদান ইত্যাদি বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তার সাথে নিয়মিত যোগাযোগ করা এবং এর অগ্রগতি সম্পর্কে জেলা লিগ্যাল এইড অফিসারকে নিয়মিত হালনাগাদ তথ্য প্রদান করা।
  • নারী সহায়তা কেন্দ্রে আগত জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার ক্ষতি গ্রস্থ ব্যক্তিদের জন্য আইনী সচেতনতামূলক বিভিন্ন সেশন পরিচালনা করা
  • জেলা লিগ্যাল এইড অফিসার, সিভিল সার্জন, পুলিশ সুপার, জেলা সমাজ সেবা কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এর সাথে যোগাযোগ করে ক্ষতি গ্রস্থ ব্যক্তিদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা।
  • প্রয়োজন অনুযায়ী সংখ্যা তাত্তিক এবং অন্যান্য প্রতিবেদন প্রস্তুত করা।
  • আদালত বন্ধের দিন সপ্তাহে এক দিন নিয়োগদানকারী সংস্থার অফিসে অবস্থান করে প্রয়োজনীয় অফিসিয়াল কাজ সম্পাদন করা।
  • কর্মকালিন সময়ে তিনি ব্যক্তিগত উদ্যোগে কোন মামলা পরিচালনা করতে পারবেন না।
  • আদালতে কাজের জন্য তিনি সংশ্লিষ্ট জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও প্রকল্প সমন্বয়কারীর নিকট দায়বদ্ধ থাকবেন।
  • প্রার্থীকে অবশ্যই নারী হতে হবে।

চাকরির ধরন : ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা

  • আইন বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
  • বার কাউন্সিল এর সনদ প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে।

অভিজ্ঞতা : সর্বনিম্ন ২ বছর

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ

  • শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন
  • আইনজীবী হিসেবে কাজের নূন্যতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • নবীন ও জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীদের অগ্রাধিকার দেয়া হবে।
  • কম্পিউটারে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট ইত্যাদি সর্ম্পকে জ্ঞান থাকা।

কর্মস্থল : পটুয়াখালী (জেলা লিগ্যাল এইড অফিস)

বেতন : টাকা. ২০০০০ (মাসিক)

রিজিউমি গ্রহণের উপায়
সুশীলন একটি জাতীয় পর্যায়ের উন্নয়নমূলক সংস্থা। সুশীলন পরিচালিত `আস্থা` প্রকল্প বাস্তবায়নের জন্য অভিজ্ঞ প্রার্থীদের কাছ থেকে উল্লেখিত পদে দরখাস্ত আহ্বান করছে। আগ্রহী প্রার্থীদের বরাবর, প্রধান- এইচআর সেল, সুশীলন, বাড়ী নং- ১৫৫, জলিল স্বরণী, কর্মাশিয়াল কাম রেসিডেন্সিয়াল এরিয়া, রায়েরমহল, বয়রা, খুলনা এই ঠিকানায় দরখাস্ত, পূর্ণ জীবন বৃত্তান্ত, ২কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নাগরিকতার সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের অনুলিপিসহ পাঠাতে হবে।

শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে পরীক্ষার জন্য আহ্বান জানানো হবে। অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা শিথীলযোগ্য। খামের উপর পদের নামটি অবশ্যই উল্লেখ করবেন।

আবেদনের শেষ তারিখ: এপ্রিল ৮, ২০১৯