দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ

উন্নয়ন টেকসই করতে হলে দেশকে মাদকমুক্ত করতে হবে : দুদক চেয়ারম্যান

দুর্নীতি আর মাদক ব্যবসা অঙ্গাঙ্গীভাবে জড়িত বলে মন্তব্য করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘দেশের উন্নয়ন টেকসই করতে হলে দেশকে অবশ্যই মাদকমুক্ত করতে হবে।’

আজ সোমবার (১ এপ্রিল) ঢাকা বিশ্ববদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র- টিএসসিতে ‘বাংলাদেশের তরুণসমাজ ও মাদকাসক্তি: বর্তমান পরিস্থিতি’ শীর্ষক সেমিনারে দুদক চেয়ারম্যান এ মন্তব্য করেন।

ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এবং মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মেহজাবীন হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী।

দুদক চেয়ারম্যান জানান, ২০১৬ সালের পর থেকে এ পর্যন্ত ১২ জন মাদক ব্যবসায়ী ও গডফাদারের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। তিনি বলেন, ‘দুর্নীতি আর মাদক ব্যবসা অঙ্গাঙ্গীভাবে জড়িত। দেশের উন্নয়ন টেকসই করতে হলে দেশকে অবশ্যই মাদকমুক্ত করতে হবে।’

মাদক, দুর্নীতি ছাড়াও বনানীতে এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ড নিয়েও কথা বলেন ইকবাল মাহমুদ। ওই ভবনের অবৈধ অংশের অনুমোদন কিভাবে হলো, তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।