বাংলাদেশের উচ্চ আদালত

রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশকে নিবন্ধন দেওয়ার নির্দেশ

‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) এ সংক্রান্ত জারি করা এক রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দলটির পক্ষে শুনানি করেন আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।

এর আগে দলটির নিবন্ধন চেয়ে করা এক রিটের শুনানি নিয়ে ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর রুল জারি করেছিলেন হাইকোর্ট। সেই রুল যথাযথ ঘোষণা করে দলটিকে নিবন্ধন দিতে নির্দেশ দিলেন হাইকোর্ট।

পরে আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ বলেন, ‘আরপিও বিধিমালা যথাযথভাবে পালন সত্ত্বেও সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে নির্বাচন কমিশন। তাই রিটের শুনানি নিয়ে আদালত দলটিকে নিবন্ধন দিতে নির্দেশ দেন।’