‘রাষ্ট্র বনাম জাকারিয়া পিন্টু ও অন্যান্য’ মামলা: আগাম জামিনে আত্মসমর্পণ প্রসঙ্গ
উচ্চ আদালত

হাইকোর্টের আদেশ না মানায় বিচারককে তলব

উচ্চ আদালতের আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ে মামলা নিষ্পত্তি না করায় চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৪ এপ্রিল আদালতে উপস্থিত হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা করতে বলা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার (১০ এপ্রিল) এই আদেশ দেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল মো. ইউসুফ মাহমুদ মোরশেদ আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৫ সালের ৯ আগস্ট চাঁপাইনবাবগঞ্জে আসমা খাতুন নামে এ তরুণীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। এ মামলার আসামি নয়ন কর্মকার ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর গ্রেফতার হন। পরে ২০১৮ সালের ৮ জুলাই তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। হাইকোর্ট তাকে জামিন না দিয়ে মামলাটি চার মাসের মধ্যে নিস্পত্তি করার নির্দেশনা দেন। কিন্তু বিচারক মামলা নিষ্পত্তি করেননি, এমনকি রায়ের কপিও দেখেনি। আদালতের আদেশের পরেও মামলাটি এখনও সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।

বিষয়টি নজরে আসল হাইকোর্ট চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারককে তলব করেন।