বিচারপতি রাজেন্দ্র কুমার

ষাঁড়ের গুঁতোয় আহত এলাহাবাদ হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি

ভারতে ষাঁড়ের গুঁতোয় গুরুতর জখম হলেন এলাহাবাদ হাইকোর্টের এক সিনিয়র বিচারপতি। গত রোববার গোমতীনগর এলাকা থেকে নিজের মোটর বাইক নিয়ে যাচ্ছিলেন ওই বিচারপতি। ঠিক সেই সময়েই তাঁর দিকে ধেয়ে আসে একটি ক্ষিপ্ত ষাঁড়। মাস দুয়েকের মাথায় এই নিয়ে সপ্তমবার এমন বিরলতম ঘটনা ঘটল এলাহাবাদে।

পুলিশসূত্রে জানা গিয়েছে, গোমতীনগরের বেতোয়া অ্যাপার্টমেন্টের বাসিন্দা বিচারপতি রাজেন্দ্র কুমার। গত রোববার (৫ মে) দুপুর ১১টা নাগাদ তিনি বাড়ি থেকে সেলুনে চুল কাটটে যাচ্ছিলেন। সেই সময়েই তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে।

গোমতীনগরের পুলিশ অফিসার আর এস শঙ্কর বলছেন, “জ্ঞানেশ্বর মিশ্র পার্কের গেট নম্বর ৭ এর কাছে ওই ষাঁড়টি বিচারপতির মোটর বাইকে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তায় পড়ে যান। মাথায় তঁর গুরুতর চোট লেগেছে। ”

সেই সময়ে রাস্তা দিয়ে যাঁরা যাচ্ছিলেন, তাঁরাই অ্যাম্বুল্যান্স ডেকে আনে এবং পুলিশকেও খবর দেয়। রাজেন্দ্র কুমারকে এই মুহূর্তে রাম মনোহর লোহিয়া হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভরতি করা হয়েছে। সূত্র : এই সময়