ভারতীয় তরুণীর যৌতুক মামলায় বাংলাদেশি যুবক কারাগারে
কারাগার (প্রতীকী ছবি)

এজলাসে গোপনে ভিডিও ধারণ, বাদীর হাজতবাস

মৌলভীবাজারের বড়লেখায় আদালতের অনুমতি ছাড়া সাক্ষ্যগ্রহণকালে গোপনে ভিডিও ধারণ করার অপরাধে হাজতবাস করতে হয়েছে এক বাদীকে।

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এজলাসে গত রোববার এই ঘটনাটি ঘটে। ভিডিও ধারণ করা বাদীর নাম জসিম উদ্দিন। তিনি উপজেলার পূর্ব হাতলিয়া গ্রামের মৃত ইছবর আলীর ছেলে।

আদালত সূত্র জানায়, জি-আর ১১৬/১৮ মামলার সাক্ষী গ্রহণকালে আদালতের অনুমতি ছাড়াই অবৈধভাবে গোপনে ভিডিও ধারণ করছিলেন ওই মামলার বাদী জসিম উদ্দিন।

ভিডিও ধারণের এই দৃশ্যটি আদালত পুলিশের চোখে ধরা পড়ে। দায়িত্বরত পুলিশ বিষয়টি আদালতকে জানালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম হরিদাস কুমার বাদীকে আদালতের হাজতে নেয়ার নির্দেশ দেন।

বিনা অনুমতিতে আদালতে ভিডিও ধারণ দণ্ডনীয় অপরাধ। পরে ৪ ঘণ্টা হাজতবাসের পর মুচলেকায় ছাড়া পান বাদী জসিম উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অ্যাসিস্টান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোপাল চন্দ্র দত্ত।