‘ভুয়া আইনজীবী’ সেলিম মিয়া

জামিন পেয়ে ফের আদালতে ‘ভুয়া আইনজীবী’

‘ভুয়া আইনজীবী’ সেলিম মিয়া গত বছর ঢাকার টাউট উচ্ছেদ কমিটির হাতে আটক হন। এর পরে কারাগারে পাঠানো হলে জামিনে মুক্তি পান। কিন্তু জামিন পেয়েও ফের একই অপরাধে গত সোমবার (১০ জুন) ফের আটক হন তিনি।

ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির সদস্য ইব্রাহিম খলিল বলেন, ‘আটক টাউট সেলিম মিয়া মুন্সীগঞ্জ উপজেলার শ্রীনগর থানার বাসিন্দা। তিনি আইন পাশ না করেই নাজমা ল’ হাউজের ২য় তলায় রুম নং ৩০ এ নিজস্ব চেম্বার নিয়ে ২০১২ সাল থেকে মামলা পরিচালনা করে আসছেন।’

তিনি বলেন, ‘ইতিপূর্বের কমিটি গতবছর তাকে আটক করলেও তার পরিবর্তন আসেনি। সোমবার আদালতে পরিহিত কোট, মামলার ডায়েরি ও মক্কেলকে কনসালট্যান্ট করার সময় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কোতায়ালি থানায় প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে।’

টাউট উচ্ছেদ কমিটির অন্য এক সদস্য মেহেদী হাসান জুয়েল বলেন, ‘টাউট সেলিমকে আটকের পরে সে আমাদের দেখে নেওয়ার হুমকি দেয়। সে বলে, আপনারা তো এক বছরের জন্য আছেন, পরে দেখে নিব।’

তিনি বলেন, ‘ঈদের আগে টাউট উচ্ছেদ অভিযান কিছুটা শিথিল ছিলে। এখন আবার অগের মত অভিযান শুরু হবে।’