প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করতে হবে : প্রধান বিচারপতি

সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করতে হবে উল্লেখ করে রোগীদের প্রতি আরো সচেতন এবং আন্তরিক হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রাজধানীর হোটেল সোনারগাঁয়ের বল রুমে অ্যাসোসিয়েশন অব ফিজিসিয়ান্স অব বাংলাদেশের তিন দিনব্যাপী ৩০তম বার্ষিক সম্মেলন ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক অধিবেশনের উদ্বোধন অনুষ্ঠানে গতকাল শনিবার (১৫ জুন) প্রধান বিচারপতি এ আহ্বান জানান।

প্রধান বিচারপতি বলেন, সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করতে হবে। রোগীদের প্রতি একটু ভালো আচরণ ও অন্তরিক হলে রোগীর জন্য অনেক কল্যাণ বয়ে আনতে পারে।

অনুষ্ঠানে চিকিৎসকরা প্রধান বিচারপতির কাছে অভিযোগ করে বলেন, যারা প্রকৃত চিকিৎসক না তারাও নামের আগে ডাক্তার শব্দ ব্যবহার করেন। তাই বিষয়টি সুরাহা করতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেন চিকিৎসকেরা।

চিকিৎসকদের প্রতি প্রধান বিচারপতি বলেন, এটি সুরাহা করার দায়িত্ব সরকারের, সেখানে সুরাহা না হলে বিষয়টি আদালতে এলে তখন দেখা যাবে।