উচ্চ আদালত

বালি তোলা বন্ধ করতে না পারলে ডিসিকে চাকরি ছাড়তে বললেন হাইকোর্ট

নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধের বিষয়ে জেলা প্রশাসকদের উদ্দেশ্যে হাইকোর্ট বলেছেন, অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার যথেষ্ঠ ক্ষমতা জেলা প্রশাসকদের (ডিসি) রয়েছে। এরপরও যদি পদক্ষেপ না নেন তাহলে তারা চাকরি ছেড়ে দিতে পারেন।

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধের বিষয়ে এক মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার (১৭ জুন) এ মন্তব্য করেন।

একই সঙ্গে রাজশাহীর তালাইমারী এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামী ২৩ জুনের মধ্যে হাইকোর্টকে জানাতে রাজশাহী জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধের নির্দেশনা চেয়ে রাজশাহীর আনোয়ার হোসেন হাইকোর্টে এ রিট আবেদন করেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। এছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।