বাংলাদেশ শিক্ষানবিশ আইনজীবী কল্যাণ পরিষদের সভাপতি সুমনা আক্তার লিলি ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিয়ন

বাংলাদেশ শিক্ষানবিশ আইনজীবী কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ

শিক্ষানবিশ আইনজীবীদের সকল অধিকার নিয়ে কাজ করতে বাংলাদেশ শিক্ষানবিশ আইনজীবী কল্যাণ পরিষদ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ঢাকা আইনজীবী সমিতিতে গত বুধবার (১৯ জুন) এ কমিটি গঠন করা হয়।

১৫১ সদস্য বিশিষ্ট এই কমিটির সুমনা আক্তার লিলিকে সভাপতি ও শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সংগঠনের অন্যরা হলেন সহসভাপতি সায়েম খান, ইমতিয়াজ মজুমদার, জাবেদ হায়দার জর্জ ও সুমন সরকার। যুগ্ম সম্পাদক ইফতিখার রনি, সাংগঠনিক সম্পাদক শুভ দ্বীপ, দফতর সম্পাদক নুরে আলম, প্রচার সম্পাদক, আরিফুল আরিফ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুর নুর দুলাল, নারী ও শিশু-৪ ট্রাইবুনালের পিপি এ্যাডভোকেট মো. ফোরকান মিয়া, দ্রুত বিচার ট্রাইবুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট শাহাদত হোসেন ভুঁইয়া প্রমুখ।

এসময় তারা বলেন, শিক্ষানবিশ আইনজীবীদের কল্যাণে এই কমিটি কাজ করবে বলে আশা করি। এই নবনির্বাচত কমিটির মাধ্যমে প্রতি বছর বার কাউন্সিল পরীক্ষা নিশ্চিত হবে বলে আমরা মনে করি।