শিক্ষানবীশ আইনজীবী কল্যাণ পরিষদের ঢাকার বার শাখা কমিটি

শিক্ষানবীশ আইনজীবী কল্যাণ পরিষদের ঢাকার বার শাখা কমিটি ঘোষণা

বাংলাদেশ শিক্ষানবীশ আইনজীবী কল্যাণ পরিষদ ঢাকা বার শাখার কমিটি ঘোষণা করেছেন সংগঠনটির সভাপতি সুমনা আক্তার লিলি ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিয়ন।

ঢাকা বারে বাংলাদেশ শিক্ষানবিশ আইনজীবীদের আহবায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম রাকিব এবং সদস্য সচিব হয়েছেন বিপ্লব দাস।

এছাড়া যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান, মামুনুর রশিদ মামুন, আছমা আক্তার, শহিদুল ইসলাম সোহাগ এবং মোঃ নাহিদুজ্জামান নাহিদ।

এ ছাড়াও সদস্য নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান, নন্দ কুমার বাশফোর, রিপা আফসারা নীল এবং এইচ এম কালাম।

এসময় উপস্থিত ছিলেন দ্রুত বিচার ট্রাইবুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট শাহাদত হোসেন ভুইয়াঁ, অ্যাডভোকেট শ্যামল চন্দ্র দাস ও অ্যাডভোকেট সুজন মিয়া।

এসময় অ্যাডভোকেট দ্রুত বিচার ট্রাইবুন্যালের পিপি শাহাদত হোসেন ভুঁইয়া বলেন, শিক্ষানবিশ আইনজীবীদের সকল অধিকার নিয়ে এই কমিটি কাজ করবে বলে আশা করি।

অ্যাডভোকেট শ্যামল দাস বলেন, এই নব নির্বাচত কমিটির মাধ্যমে প্রতি বছর বার কাউন্সিল পরীক্ষা নিশ্চিত হবে বলে আমি মনে করি এবং নতুন নেতৃত্বের মাধ্যমে আগামী প্রজন্ম আদর্শবান আইনজীবী পাবে।