অবশিষ্ট ৮ জেলার অধস্তন আদালতে মাতৃদুগ্ধপান কেন্দ্র স্থাপনের নির্দেশ
আইন মন্ত্রণালয়

গাড়ি পাচ্ছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ১১ বিচারক

সারাদেশের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ১১ জন বিচারকের কাছে আগামী বুধবার (১১ জুলাই) গাড়ি হস্তান্তর করা হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বুধবার বেলা সাড়ে ১২ টায় এ সকল বিচারকের কাছে গাড়ির চাবি হস্তান্তর করবেন।

আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সিনিয়র সহকারী সচিব ওয়াসিম শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, নিম্নের তালিকায় উল্লিখিত বিচারকগণ এর বর্তমান দায়িত্বাধীন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের টিওএন্ডইভুক্ত ১১টি সিডান কার আগামী ১০ জুলাই (বুধবার) বেলা সাড়ে ১২ টায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, এমপি হস্তান্তর করার অভিপ্রায় ব্যক্ত করেছেন।’

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের যে ১১ জন বিচারক গাড়ি পাচ্ছেন তারা হলেন – মোঃ মিজানুর রহমান (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং ৩, রংপুর), মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং ৩, হবিগঞ্জ), মোঃ রাফিজুল ইসলাম (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মেহেরপুর), মোঃ জামিউল হায়দার (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং ৪, চট্টগ্রাম), মোঃ মিজানুর রহমান (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, পিরোজপুর), মোঃ সোলায়মান (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং ২, কিশোরগঞ্জ), মোঃ আব্দুল্লাহ-আল-মামুন (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং ২, সিরাজগঞ্জ), মোহাম্মদ সিরাজুদ্দৌলা কুতুবী (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, লক্ষ্মীপুর), জেবুন্নাহার আয়শা (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং ২, কক্সবাজার), মোঃ রফিকুল ইসলাম (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং ৩, কুমিল্লা) এবং মোঃ রোকনুজ্জামান (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং ২, রংপুর)।