সি‌সি ক্যা‌মেরায় শনাক্ত চোর জীবন শে‌খ

৭ ঘন্টার মধ্যেই বিচারকের বাড়ি থেকে চুরি যাওয়া মোবাইল উদ্ধার, চোর শনাক্ত

চাঁদপুর থেকে প্রমিত আচার্য্য পিয়াস: চাঁদপুর জেলা ও দায়রা জ‌জের বাসায় চু‌রি হওয়ার ৭ ঘন্টার ম‌ধ্যে চোর শনাক্ত ও মোবাইল সেট উদ্ধার ক‌রে‌ছে চাঁদপুর ম‌ডেল থানা পু‌লিশ। ঘটনার পর পুলিশ গুয়া‌খোলা রো‌ডের বি‌ভিন্ন বাসায় স্থাপিত সি‌সি ক্যা‌মেরার ফু‌টেজ দে‌খে চোর‌কে শনাক্ত ক‌রে।

পরে পু‌লিশ শহ‌রের কু‌লিবাগান এলাকায় অবস্থিত চোর জীবন শে‌খ (২২) এর বা‌ড়ি‌তে তল্লা‌শি চালায়। তল্লা‌শি চা‌লি‌য়ে জীব‌নের ঘর থে‌কে চু‌রি সময় প‌রি‌হিত তার জামা, প্যান্ট ও জেলা জ‌জের স্ত্রীর মোবাইল সেট উদ্ধার ক‌রে। ত‌বে চোর জীবনকে আটক কর‌তে পু‌লিশ সক্ষম হয়‌নি।

এ ব্যাপ‌া‌রে জিজ্ঞাসাবা‌দের জন্য পুলিশ চোর জীবন শে‌খের মা ছ‌লেমা বেগমকে থানায়‌ নি‌য়ে যায়।

আরও পড়ুন : চাঁদপুরে বিচারকের বাড়িতে চুরি

উল্লেখ্য, চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এর বাসভবেন গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। চোর বিচারকের বেড রুমের জানালা দিয়ে মশারি কেটে তার স্ত্রীর মোবাইল ফোন নিয়ে যায়। একই সময় পাশের বাসা থেকে চুরি হয় একটি ল্যাপটপও। রোববার (৭ জুলাই) ভোর রাতে শহরের আব্দুল করিম পাটওয়ারী সড়কে জেলা জজ এর বাসভবেন এই ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও মডেল থানা পুলিশ।