চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াছিন মিয়ার ছেলে মোঃ সাদি

ডেঙ্গু জ্বরে আইনজীবীর শিশু সন্তানের মৃত্যু

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে। মহামারি আকার ধারণ করা এ রোগে এবার প্রাণ গেল আইনজীবীর একমাত্র ছেলের।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াছিন মিয়ার ছেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাত্র ছয় বছর বয়সের শিশু মোঃ সাদি (৬) এর অকাল মৃত্যুতে শোক সন্তপ্ত আদালত প্রাঙ্গণ।

এদিকে আজ সকালে স্ত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কাছে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে সংস্থার মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম।

নোটিশে বলা হয়, যেহেতু এডিস মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পুরোপুরি ব্যর্থ, তাই এর দায়ভার তাদের নিতে হবে। ক্ষতিপূরণের পাশাপাশি আগামী তিন দিনের মধ্যে খিলগাঁও এক নম্বর ওয়ার্ডে মশক নিধনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অন্যথায় আইন অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণ ও অন্যান্য প্রতিকারের জন্য উচ্চ আদালতে শরণাপন্ন হওয়াসহ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৭২ জন। এ হিসাবে প্রতি ঘণ্টায় গড়ে সাতজনেরও বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

ভর্তি মোট রোগীর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, মিটফোর্ডে ১৬, শিশু হাসপাতালে ৫, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১৫, হলি ফ্যামিলিতে ১১, বারডেম ৪, মুগদা সরকারি হাসপাতালে ৩, বিজিবি হাসপাতালে ৬ ও অন্যান্য বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে তিনজন ও চট্টগ্রাম বিভাগে একজন ভর্তি হন।