আইনজীবী মিঞা মোহাম্মদ হাসান আলী রেজা

নিখোঁজের চারদিন পর মুক্তিযোদ্ধা আইনজীবী আলী রেজার লাশ উদ্ধার

টাঙ্গাইলে নিখোঁজের চারদিন পর মুক্তিযোদ্ধা আইনজীবী মিঞা মোহাম্মদ হাসান আলী রেজার (৭৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের আকুরটাকুর পাড়া এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রবীণ এ আইনজীবী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

টাঙ্গাইল সদর থানার ওসি সায়েদুর রহমান গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে খবর পেয়ে নিহত মিঞা মোহাম্মদ হাসান আলী রেজার ছেলে লিটু এসে তার বাবার লাশ সনাক্ত করেন।

প্রসঙ্গত, গত সোমবার ৭৬ বছর বয়সী হাসান আলী রেজা টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়ার বাসা থেকে চা খাওয়ার জন্য বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

ওই এলাকার একটি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা গেছে, হেলমেট ও রেইনকোট পরা এক যুবকের মোটরসাইকেলের পেছনে চড়ে যাচ্ছেন তিনি।

নিখোঁজের ব্যাপারে পরদিন মঙ্গলবার টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।