কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের এজলাস

বিচারকের খাসকামরায় এক আসামির ছুরিকাঘাতে আরেক আসামির মৃত্যু

কুমিল্লার একটি আদালতে বিচারকাজ চলার সময় বিচারকের সামনে খুন হয়েছে এক আসামী। একটি হত্যা মামলার আসামী হাসানের ছুরিকাঘাতে নিহত হয়েছে একই মামলার অপর আসামি ফারুক।

আজ সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক কুমিল্লার লাকসাম পৌরসভার ৯নং ওয়ার্ডের অহিদ উল্যাহর পুত্র। অভিযুক্ত হাসান একই এলাকার সহিদ উল্যাহর পুত্র।

কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২০০৭ সালে মনোহরগঞ্জ থানার একটি হত্যা মামলায় মামলার হাজিরা দিতে আজ (সোমবার) সকালে আদালতে এসেছিল আসামি হাসান ও ফারুক। কুমিল্লার তৃতীয় জেলা জজ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌসের আদালতে বিচারকাজ শুরু হওয়ার আগ দিয়ে হাসান তার সাথে থাকা একটি ছুরি বের করে ফারুকের উপরে হামলা করে। ফারুক সেসময় এজলাস থেকে বের হয়ে বিচারকের খাস কামরায় দৌঁড়ে পালিয়ে যায়। হাসান তখন পিছে পিছে বিচারকের খাস কামরায় ঢুকে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।

আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা সেসময় হাসানকে আটক করে এবং ফারুকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার পরে কুমিল্লা জেলা জজ আদালত ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।