আমি মন্ত্রী নই, আপনাদের সেবক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম (ফাইল ছবি)

‘প্রিয়া সাহার উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া বালা সাহা যে অভিযোগ করেছেন তা উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য উল্লেখ্য করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম বলেছেন, ‘আমি তার বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

আজ রোববার (২১ জুলাই) দুপুরে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম পিরোজপুর-১ আসনের (সদর, স্বরুপকাঠী ও নাজিরপুর) সংসদ সদস্য। তার সংসদীয় এলাকা নাজিরপুরে প্রিয়া সাহার বাবার বাড়ি। প্রিয়া সাহার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতেই মন্ত্রী এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে গৃহায়ন মন্ত্রী বলেন, ‘ট্রাম্পের কাছে ঘরবাড়ি পোড়ানো ও জমি ছিনিয়ে নেওয়ার বিষয়ে তিনি যে অভিযোগ করেন, সে বিষয়ে কোথাও কোনও মামলা নেই। বাড়িটি ছিল পরিত্যক্ত এবং তার মালিকানা তার ভাইয়ের। সেখানে দুর্ঘটনাবশত আগুন লেগে থাকতে পারে কিনা সে বিষয়েও তিনি (প্রিয়া সাহার ভাই) কোনও অভিযোগ করেননি। প্রিয়া সাহার নামে নাজিরপুরে কোনও জমি নেই। তার যে ভাইয়ের নামে পৈত্রিক সম্পত্তি আছে, তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তার ভাইয়ের জমিজমা নিয়ে একটা মামলা আছে, সেই মামলা তদন্তাধীন। ওই মামলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনও অভিযোগ ছিল না। তাই প্রিয়া সাহার অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোনিত বলেই প্রতীয়মান হয়।’

শ. ম. রেজাউল করিম বলেন, ‘আমার নির্বাচনি এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার এলাকায় এত দিনে কেউ গুম হননি। মৌলবাদ নেই। একজন প্রিয়া বালা সাহার বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

মন্ত্রী আরও বলেন, ‘প্রিয়া সাহার ঘটনায় তৃতীয় পক্ষ যেন কোনও সুবিধা নিতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে, সহযোগিতা করতে হবে। তার বক্তব্য স্থানীয় কেউই গ্রহণ করেননি।’