মৃত্যুদণ্ড কার্যকর

কাশিমপুরে কারাগারে এক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর

ঢাকার কেরানীগঞ্জে ২০০২ সা‌লে গু‌লি ক‌রে দুজনকে হত্যা মামলার আসামি চাঁন মিয়া ওরফে চান্দুর (৫৫) মৃত্যুদণ্ড কার্যকর করা হ‌য়ে‌ছে।

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বুধবার (২৪ জুলাই) দিবাগত রাত ১০টা ১ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

চাঁন মিয়া ওরফে চান্দু মাদারীপু‌রের শিবচর থানার ৮ নম্বর চর এলাকার মৃত অকিল শিকদারের ছে‌লে। ওই সময় তি‌নি কেরানীগঞ্জ থানার রহমতপুর এলাকার থাকতেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগা‌রের ‌সি‌নিয়র জেল সুপার মো. শাহজাহান আহ‌মেদ জানান, চাঁন মিয়া কেরানীগঞ্জে আমির আবদুল্লাহ হাসান ও সেন্টু মিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। মামলার সব কার্যক্রম শেষ হওয়ায় ফাঁসিতে ঝুলিয়ে রাত ১০টা ১ মিনিটে তাঁর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হ‌য়ে‌ছে। ২০০৪ সাল থে‌কে চাঁন মিয়া এ কারাগারে বন্দী ছিলেন। ২০০২ সা‌লে ১৬ ফেব্রুয়ারি প্রকাশ্য গুলি করার ওই ঘটনা ঘটে।