বিএনপি সমর্থক আইনজীবীদের মানববন্ধন

খালেদার মুক্তির দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের মানববন্ধন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভোটারবিহীন জাতীয় সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার (২৭ জুলাই) বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন ‘গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি’ আইনজীবী আন্দোলনের ব্যানারে তারা এ মানববন্ধন করেন। মানববন্ধনে শতাধিক আইনজীবী অংশ নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।

মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, ‘আদালতে যদি সঠিক বিচার করা হতো তাহলে আইনজীবীদের রাস্তায় নামতে হতো না। আদালতে এখন সঠিক বিচার হয় না বলেই আইনজীবীরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।’

তিনি বলেন, ‘ন্যায়বিচারের জন্য আদালত ছেড়ে যখন আইনজীবীদের রাস্তায় নামতে হয় তখন একটা স্বাধীন রাষ্ট্রের জন্য এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।’

সেলিমা রহমান বলেন, ‘গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যমূলকভাবে বন্দি রাখা হয়েছে। মিথ্যা মামলায় তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে দেশে লুটপাটের রাজ্যে পরিণত করছে ভোটারবিহীন এ সরকার। সরকার বেগম জিয়াকে তিলে তিলে মেরে ফেলার চেষ্টা করছে।’

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, সহ-আইন বিষয়ক সম্পাদক ও ঢাকা বারের সাবেক সেক্রেটারি মো. ইকবাল হোসেন, গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের মহাসচিব এবিএম রফিকুল হক তালুকদার রাজা, গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের কো-চেয়ারম্যান অ্যাডভোকেট আবেদ রাজা, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আয়ুব আলী আশ্রাফী, ড. রফিকুল ইসলাম মেহেদী, বিকল্পধারা মহাসচিব অ্যাডভোকেট শাহ আহম্মেদ বাদল, গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের কো-চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম, ডা. ওয়াছিল উদ্দিন বাবু, নাজমুল হাসান, কামাল হোসেন, মনির হোসেন, সাবেক জজ শামসুল আলম, মোস্তফা কামাল, ব্যারিস্টার মারিয়াম খন্দকার, ইসমাইল হোসেন, নাসির উদ্দিন খান সম্রাট, ময়মনসিংহ বারের আহ্বায়ক সৈয়দ এনায়েত উর রহমান, সদস্য সচিব আতাহার হোসেন চৌধুরী সবুজ, আনোয়ারুল কাদির দুলাল, আজমেরী বেগম ছন্দা প্রমুখ।