আইন বিভাগে অধ্যাপক নিয়োগ

পদের নাম : প্রফেসর – ল

প্রতিষ্ঠানের নাম : গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি)

খালি পদ: ০১

চাকরির দায়িত্বসমূহ: প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করা।

চাকরির ধরন: ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা
পিএইচডি/ সমমান ডিগ্রী, ন্যূনতম ২টি প্রথম বিভাগ/ শ্রেণি/ এ গ্রেড। মাস্টার্স/ ব্যাচেলর ডিগ্রী তে ১টি প্রথম বিভাগ/ শ্রেণি/ এ গ্রেড। ১২ বছরের শিক্ষকতা/ গবেষণা অভিজ্ঞতা সহ ৫ বছর অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে। ন্যূনতম ১৫টি পাবলিকেশন (অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ৭টি) বা এম.ফিল/ সমমান ডিগ্রী। ন্যূনতম ২টি প্রথম বিভাগ/ শ্রেণি/ এ গ্রেড। ১৮ বছরের শিক্ষকতা/ গবেষণা অভিজ্ঞতা সহ ৬ বছর অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে। ন্যূনতম ১৫ টি পাবলিকেশন (অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ৭টি) বা ৪ বছরের অনার্স এবং মাস্টার্স ডিগ্রী/ ৩ বছরের অনার্স ও মাস্টার্স ডিগ্রী। ন্যূনতম ৩টি প্রথম বিভাগ/ শ্রেণি/ এ গ্রেড। ২০ বছরের শিক্ষকতা/ গবেষণা অভিজ্ঞতা সহ ৭ বছর অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে। ন্যূনতম ১৫টি পাবলিকেশন (অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ৭টি)

কর্মস্থল: ঢাকা

কোম্পানীর সুযোগ সুবিধাদি

  • Provident fund, Weekly 2 holidays
  • উৎসব ভাতা: ২টি ( বার্ষিক )

আবেদনের পূর্বে পড়ুন

  • আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে ছবি পাঠাতে হবে
  • প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এবং আমাদের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ৭ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে ৩০০ টাকা পরিশোধ করতে হবে।

বিস্তারিত তথ্য (https://green.edu.bd/career/) এবং আবেদনপত্রের জন্য অনুগ্রহপূর্বক জিইউবি ওয়েবসাইটে (http://career.green.edu.bd/) ভিজিট করুন।

আবেদনের শেষ তারিখ: আগস্ট ৭, ২০১৯