বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সংবিধানের তুলনামূলক আলোচনা শীর্ষক সেমিনার

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সংবিধানের তুলনামূলক আলোচনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ও যুক্তরাষ্টের সংবিধানের তুলনামূলক আলোচনা শীর্ষক আন্তর্জাতিক ল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জ্যাকসন হাইটের জুইশ সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ। সেমিনারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের, অ্যাটর্নি, ব্যারিস্টার, অ্যাডভোকেটসহ পেশাজীবীগণ আলোচনায় অংশগ্রহণ করেন।

মোহাম্মদ এন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ব্রুস ফিজার, অ্যাটর্নি অ্যাট ল’। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইয়াকুব এ খান (সিপিএ), অশোক কর্মকার (অ্যাটর্নি অ্যাট ল’), হাসান মালিক (অ্যাটর্নি অ্যাট ল’), খাইরুল বাশার (অ্যাটর্নি অ্যাট ল’) এবং ব্যারিস্টার মনির হোসাইন কাজল প্রমুখ।

সেমনারে বাংলাদেশ এবং আমেরিকার সংবিধানের তুলনামূলক পর্যালোচনা এবং উভয় দেশের সাংবিধানিক গুরুত্বপূর্ণ মামলা, মৌলিক অধিকার বাস্তবায়নে সাংবিধানিক ধারা অগ্রগতি, দুই দেশের আয়কর আইন বিষয়ে আলোচনা হয়। প্রেস বিজ্ঞপ্তি