সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন

আবরার হত্যার দ্রুত বিচার চেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

আজ বুধবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এম আমিন উদ্দিন, সাবেক সম্পাদক ড. বশির আহমেদ, ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী ও বার এসোসিয়েশনের সহ সভাপতি মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন প্রমুখ।

এ এম আমিন উদ্দিন তার বক্তব্যে বলেন, ‘হত্যাকারীদের দল নেই। এ হত্যা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করছি। সেক্ষেত্রে এ মামলার প্রভাবমুক্ত বিচার চাইছি এবং দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, গত রোববার (৬ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা। তিনি বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।