অ্যাডভোকেট আশেক-এ-রসুল

আরো এক আইনজীবীকে বহিষ্কার করল বিএনপি

বুয়েট ছাত্র আবরার ফাহাদের হত্যা মামলার আসামিদের পক্ষে দাঁড়ানোয় অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীকে বহিষ্কারের পরদিন আরেক আইনজীবীকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার করেছে বিএনপি।

বহিষ্কৃত অ্যাডভোকেট আশেক-এ-রসুল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য।

বুধবার (৯ অক্টোবর) রাতে বিএনপির প্যাডে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সংগঠনবিরোধী তৎপরতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট আশেক-এ-রসুলকে সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক কার্যক্রমের সাথে এ্যাডভোকেট আশেক-এ-রসুল এর কোনো সম্পর্ক থাকবে না।”

আগের রাতে একই অভিযোগ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য মোর্শেদা খাতুন শিল্পীকে বহিষ্কার করা হয়। অ্যাডভোকেট শিল্পী বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের আইনজীবী হিসেবে আদালতে শুনানিতে অংশ নেওয়ার বিষয়টি সংবাদকমাধ্যমে প্রকাশ পাওয়ার পর সমালোচনা শুরু হয়।