বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন

ত্রয়োদশ সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারী পরীক্ষার ফল প্রকাশ

ত্রয়োদশ সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় ১৪৭৬ জন উত্তীর্ণ হয়েছেন।

আজ শনিবার (৯ নভেম্বর) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আনিসুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

উত্তীর্ণদের তালিকা দেখতে বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

উল্লেখ্য, শুক্রবার (৮ নভেম্বর) ঢাকাস্থ তিন কেন্দ্রে বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে, গত ৯ অক্টোবর ত্রয়োদশ সহকারী জজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। এবারে সহকারী জজ পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে।