পুলিশ (প্রতীকী ছবি)
পুলিশ (প্রতীকী ছবি)

পাঁচ শতাংশ পুলিশের জন্য পুরো বাহিনীর বদনাম হচ্ছে: হাইকোর্ট

পাঁচ শতাংশ পুলিশের জন্য পুরো বাহিনীর বদনাম হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানিকালে আজ সোমবার (২ ডিসেম্বর) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

একইসাথে উত্তরার পূর্ব থানার এএসআই মোস্তাফিজসহ পাঁচ সদস্যের বিরুদ্ধে কেনো আইনগত ব্যবস্থা নেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম ও ইসমাইল হোসেন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

জানা গেছে, চলতি বছরের ২৭শে রাজধানীর উত্তরার পূর্ব থানা এলাকায় দুই জন ব্যাংক কর্মকর্তাকে লাঞ্ছিত করে এএসআই মোস্তাফিজসহ ৫ পুলিশ সদস্য। পোষাকবিহীন পুলিশ সদস্যরা তাদের সাথে থাকা এক মেয়েকে আড়ালে নিয়ে কুপ্রস্তাব দেয় ও টাকা দাবি করে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে হাইকোর্টে এই ঘটনার প্রতিকার চেয়ে রিট আবেদন করে ভুক্তভোগীরা। একই সাথে আইজিপির কাছেও অভিযোগ দেয় ভুক্তভোগীরা।